রকডেকহ উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার রংপুরঃ “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”
রংপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সর্বস্তরের মানুষ।
(২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দিবাগত রাত ও (২১ফেব্রুয়ারি ) শুক্রবার সকালে রংপুর কমিউনিটি ডেন্টাল কলে
আজ (২১ ফেব্রুয়ারী)
শুক্রবার সকালে প্রভাত ফেরির মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর গ্রুপের আয়োজনে রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মোছাঃ মেরিনা আখতার এর সভাপতিত্বে এবং আসাদুজ্জামান তন্ময় এর সঞ্চালনায় অত্র কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এরপর রংপুর গ্রুপের আয়োজনে কমিউনিটি ডেন্টাল কলেজের উদ্যোগে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ ও শহীদ মিনার চত্বরে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা
দিবসের উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসরবৃন্দ, প্রভাষকবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মো. আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার মো. আবু সাইম ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দগণ।