ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি-সংবাদ
  8. খেলা-ধুলা
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পূজিত হলেন দেবী সরস্বতী

স্টাফ রিপোর্টার (রংপুর)
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পূজিত হলেন দেবী সরস্বতী

স্টাফ রিপোর্টার রংপুর:

আজ (৩ ফেব্রুয়ারী) রবিবার সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে দেশ বিদেশ থেকে আসা সনাতনী শিক্ষার্থীরা বিভিন্ন আয়োজনে পূজিত হয়েছেন বিদ্যার দেবী সরস্বতী।

দেশ বিদেশ থেকে আসা সনাতনী শিক্ষার্থীরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে শুরু করেন দেবীর আরাধনা। যা শেষ হয় পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে।

শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর আমরা ধুমধাম করে মায়ের পূজা-অর্চনা করি। দেবী সরস্বতীকে আমরা বিদ্যা ও বুদ্ধির দেবী হিসাবে প্রার্থনা করি। আজকেও অনেক সুন্দর ভাবে পূজা দিলাম।এরপর দিনব্যাপী নানান অনুষ্ঠান আছে।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডা রঞ্জিত বসাক জানান, আমাদের কলেজে অনেক আগে থেকেই আমরা এই পুজো করে আসছি। দেশি বিদেশি শিক্ষক এবং শিক্ষার্থীরা এটি আয়োজন করে।প্রতিষ্ঠান,প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর শিক্ষকসহ প্রতিষ্ঠানের বাইরে সকলের মঙ্গল কামনা করছি।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা প্রতিবছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূর্জা অর্চনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।