ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি-সংবাদ
  8. খেলা-ধুলা
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

admin
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

তিস্তা চুক্তি বাস্তবায়নে এবং তিস্তা নদীর পানির হিস্যার ক্ষেত্রে কূটনৈতিক চাপ সৃষ্টি করে ভারতকে তিস্তা চুক্তিতে বাধ্য করা হবে’ : উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

 

স্টাফ রিপোর্টার রংপুরঃ(৯ ফেব্রুয়ারি) রবিবার বিকেলে তিস্তা রেলব্রীজ এলাকায় তিস্তা নদী নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিস্তা চুক্তি বাস্তবায়নে এবং তিস্তা নদীর পানির হিস্যার ক্ষেত্রে ভারতের সঙ্গে মাথা উচ্চ করে কথা বলবে বাংলাদেশ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে, যাতে ভারত বাধ্য হয় চুক্তিতে স্বাক্ষর করতে।

 

তিনি আরও বলেন, ‘উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ দেওয়া হবে।’ তিনি জানান, কৃষি শিল্পে উত্তরবঙ্গের বিশাল সম্ভাবনা রয়েছে এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

 

রংপুর বিভাগের কমিশনার শহিদুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল ইসলাম, নদী গবেষক নজরুল ইসলাম হক্কানী, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতিক মুজাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ গণশুনানিতে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।