শাহীন মির্জা সুমন রংপুরঃ বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিলে অংশ নেন নগরীর সকল ইউনিটের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহাফুজুন নবী ডন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটি ১নং যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, ছাত্র দল রংপুর শাখার আহবায়ক ইমরান খান সুজন, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক অনিক, সদস্য সচিব রবিউল ইসলাম। শ্রমিক দল রংপুর মহানগর শাখার নেতৃবৃন্দ সহ প্রমুখ।
এসময় বক্তারা গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। গাজায় যুদ্ধ বন্ধে অন্তর্বতীকালীন সরকারকে চিঠি দেয়ার দাবি জানান। বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থা
সাংবাদিক সমাজসহ সারা বিশ্বের গণমাধ্যমকর্মী এবং বিশ্ববাসিকে গাজায় যুদ্ধ বন্ধে সোচ্চার হওয়ার আহবান জানান বিএনপি নেতারা।