ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি-সংবাদ
  8. খেলা-ধুলা
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড জয়ে সাউদির বিদায় রাঙাল নিউজিল্যান্ড

admin
ডিসেম্বর ১৭, ২০২৪ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ধসে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। অবশ্য নিউজিল্যান্ডের জয় অনুমিতই ছিল।

দিনশেষে রেকর্ড জয়ে টিম সাউদির বিদায় রাঙিয়েছে তারা।

হ্যামিল্টনে সিরিজের শেষ টেস্টে কিউইদের কাছে ৪২৩ রানে হেরেছে ইংল্যান্ড। রানের ব্যবধানে যৌথভাবে এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৮ সালে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কাকেও ৪২৩ রানে হারিয়েছিল তারা।

৬৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গতকালই ২ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। আজ ১৮ রানে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে সফরকারীরা। জ্যাকব বেথেল ও জো রুট ছাড়া আর কেউই সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি। তৃতীয় উইকেটে তাদের ১০৪ রানের জুটিটি ভাঙে রুট আউট হলে। ৬৪ বলে ১০ চারে ৫৪ রান করেন তিনি।

এরপর ২২ ওভারও খেলতে পারেনি ইংল্যান্ড। গুটিয়ে যায় ২৩৪ রানেই। ৯৬ বলে ১৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৬ রান করেন বেথেল। এছাড়া ৪১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৩ রান আসে গাস অ্যাটকিনসনের ব্যাট থেকে। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য ব্যাটিংয়েই নামেননি অধিনায়ক বেন স্টোকস।

নিউজিল্যান্ডের হয়ে ৮৫ রান খরচে সর্বোচ্চ ৪ উইকেট নেন মিচেল স্যান্টনার। এর আগে প্রথম ইনিংসে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। শুধু তা-ই নয়, ব্যাট হাতে ৭৬ রানের কার্যকরী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।