নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারী সকাল আনুমানিক সোয়া আটটার দিকে র্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫২৫ বোতল ফেন্সিডিল জব্দসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন উত্তর জাওরানি গ্রামের মৃত আব্দুল ছামাদ এর ছেলে নজরুল ইসলাম, মোহাম্মদ আলীর ছেলে আমিনুর ইসলাম, ফণি বর্মনের ছেলে শ্রী সুধীর চন্দ্র এবং একই গ্রামের আবদার আলীর ছেলে রাকিব ইসলাম। একই তারিখ ২৭ ফেব্রুয়ারী সকাল আনুমানিক পৌনে এগারোটার দিকে র্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর আভিযানিক দলটি গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউপির ৭নং ওয়ার্ডস্থ খামারভাতি পশ্চিমপাড়া গ্রামে জনৈক জনাব আলীর বসতবাড়ীর পিছনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ৬৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন খামারভাতী গ্রামের মৃত জবেদ আলীর ছেলে খবির উদ্দিন। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তার ২ খবির উদ্দিনের ছেলে লাভলু ও জাকির হোসেন কৌশলে পালিয়ে যায়। পরবর্তী কার্যক্রমের জন্য ধৃত মাদক কারবারিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।