শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শাখেরুল ইসলাম সরকারের সভাপতিত্বে রংপুরে ডা. জাকিয়া সুমীর ‘হানি লাইফ ফানি স্টোরিসে’র প্রকাশনা উৎসব
স্টাফ রিপোর্টার রংপুরঃ (৮ ফেব্রুয়ারি) শনিবার বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি হলরুমে
নর্দাণ মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শাখেরুল ইসলাম সরকারের সভাপতিত্বে রংপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা. জাকিয়া সুমীর প্রকাশিত প্রকাশনা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
একুশে বইমেলাকে সামনে রেখে গল্পের সঙ্গে মিল রেখে শৈল্পিক প্রচ্ছদ মলাটে ৭২ পৃষ্ঠায় ২১টি গল্প নিয়ে ডা. জাকিয়া সুমীর প্রকাশিত হয়েছে ‘হানি লাইফ ফানি স্টোরিস’।
হানি লাইফ ফানি স্টোরিস’ বইটি প্রকাশ করেছেন পাতা প্রকাশ। বইটিতে ২১টি গল্প রয়েছে। এরমধ্যে মজার গল্প, অভিজ্ঞতার গল্প এবং ছাত্র শিক্ষকের সম্পর্কের গল্প রয়েছে।
৭২ পৃষ্ঠার বইটির মুল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইটি একুশে বইমেলায় ৬৫৪ নম্বর পাতা প্রকাশ স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, কথাসাহিত্যিক রানা মাসুদ, লেখক শ ম আমজাদ হোসেন, রেশম বোর্ডের সাবেক ডেপুটি ডিরেক্টর জিল্লুর রহমান, ডা. সুভাষ চন্দ্র সরকার, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মোতালেব হোসেন, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী। ‘হানি লাইফ ফানি স্টোরিস’ বইনটি নিয়ে আলোচনা করেন লেখক শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ফেরদৌস রহমান পলাশ। এতে স্বাগত বক্তব্য দেন পাতা প্রকাশের পক্ষে লেখক জাকির আহমদ। শুভেচ্ছা কথা বলেন বইটির প্রচ্ছদ ও অলংকরণে সাবা আত তাহজীর। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন এমবিবিএস শিক্ষার্থী দুর্জয় কুমার দাস সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।