ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি-সংবাদ
  8. খেলা-ধুলা
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নির্ধারিত সময়ে আমন সম্পন্ন হবে, ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা: খাদ্য উপদেষ্টা

admin
ডিসেম্বর ১৭, ২০২৪ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ কর্মসূচি সম্পন্ন হবে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নীলফামারী সার্কিট হাউসে চলতি আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক রংপুর বিভাগীয় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা।

উপদেষ্টা জানান, কৃষকদের লাভের কথা বিবেচনা করে আমন সংগ্রহের দাম তিন টাকা করে বাড়ানো হয়েছে।

এছাড়া রংপুর অঞ্চলে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) স্থাপনে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, মজুত করার উদ্দেশ্য থাকে দুটি। প্রথমত ফসলি মৌসুমে হঠাৎ করে ফসলের দাম কমে গেলে সরকার ক্রেতা হিসেবে মাঠে আসে।  ফলে সরকার কিছু মজুত করতে পারে, কৃষকও ন্যায্য মূল্য পায়। এক্ষেত্রে কৃষক তার উৎপাদন খরচের পাশাপাশি কিছুটা লাভ পায়। দ্বিতীয়ত বিপদের সময় এ খাদ্যশস্য আমরা বাজারে ছাড়ি।   ফলে খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল থাকে।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানসহ রংপুর বিভাগের আট জেলার ডিসি (জেলা প্রশাসক) ও জেলা খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।