ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি-সংবাদ
  8. খেলা-ধুলা
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুড়ঙ্গ খুঁড়ে লালমনিরহাটে সোনালী ব্যাংকে ডাকাতির প্রক্রিয়া 

মোস্তাক আহমেদ বাবু
জানুয়ারি ২৮, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

গত রাত (২৭জানুয়ারি) সোমবার রাত ১,৩০মিনিটের দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

 

স্থানীয় সূত্রে জানতে পারা যায় ঃ রাত দেড়টার দিকে ব্যাংকের পিয়ন সন্দেহজনক শব্দ পেয়ে বিষয়টি বুঝতে পারেন,এবং চিৎকার করেন,তবে স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় তারা। তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ব্যাংকের পেছনের দেয়ালে একটি সুড়ঙ্গ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে নীলফামারী থানা পুলিশ।

উল্লেখ্য যে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

এ,ব্যাপারে ব্যাংকে থাকা অর্থ লুট হয়েছে কি না,সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। তবে আইন- শৃঙ্খলা বাহিনী জানিয়েছে,ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।