স্টাফ রিপোর্টার রংপুরঃ আজ (১ মার্চ) শনিবার দুপুরে রংপুর নগরীর সিটি পার্ক মার্কেটের সামনে সংগঠনের জেলা ও মহানগর কমিটি আয়োজিত সমাবেশে রমজানের পবিত্রতা রক্ষায় বাজার সিন্ডিকেট ভেঙে ফেলে দ্রুব্যমুল্য সহনশীল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় ১২ ঘণ্টার মধ্যে বাজার সিন্ডিকেট ভেঙে ফেলার দাবি জানান তারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সভাপতি মুফতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি এজিএম গোলাম মোস্তফা, মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়ালসহ অনেকেই।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রমজান মাস আসলেই বাজার সিন্ডিকেট বেশি মুনাফার লোভে বাজারে পণ্যের স্বল্পতা দেখিয়ে দাম বাড়িয়ে দেয়। অফিসে বসে থেকে প্রশাসন কখনই বাজার সিন্ডিকেট ভাঙতে পারবে না। বিক্ষোভ সমাবেশ থেকে ১২ ঘণ্টার মধ্যে বাজার সিন্ডিকেট ভেঙে ফেলার দাবি জানাচ্ছি। আর যদি প্রশাসন এটি করতে না পারে তবে আমরা দায়িত্ব নিতে চাই। দায়িত্ব পেলে তিনদিনের মধ্যে বাজার ঠিক করে দেব ইনশাআল্লাহ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, প্রশাসন চাইলে ২৪ ঘণ্টার মধ্যে এসব চাঁদাবাজদের কালো হাত ভেঙে দিতে পারে তারা। এ সরকারের সাত মাস হয়ে গেলেও সংস্কারের কথা বললেও তারা এখন পর্যন্ত কোনো চমক দেখাতে পারেননি। আপনাদের সামনে একটি সুযোগ এসেছে, রমজান মাসে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিয়ে দেশব্যাপী একটি চমক তৈরি করুন, যাতে করে জনগণ কিছুটা হলেও আপনাদের ওপর সন্তুষ্ট হয়।
সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার ব্যানারে একটি মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।