ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি-সংবাদ
  8. খেলা-ধুলা
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে নিষিদ্ধ সংগঠন হেজবুত তাওহীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ আহত ২০

হারুন-অর-রশিদ বাবু-রংপুর বিশেষ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

রংপুরে নিষিদ্ধ সংগঠন হেজবুত তাওহীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ আহত ২০

হারুন-অর-রশিদ বাবু-রংপুর বিশেষ প্রতিনিধিঃ রংপুরের পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড নাগদাহ গ্রামে
নিষিদ্ধ সংগঠন হেযবুত তাওহীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ আহত অন্তত ২০, দুটি বাড়ি পুড়ে ছাই। গুরুতর আহত স্থানীয় ৪জন

২৪ ফেব্রুয়ারী সোমবার ২০২৫ইং সকাল অনুমান সারে নয়টার দিকে নিষিদ্ধ সংগঠন হেজবুত তাদের কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করলে, স্থানীয়দের পক্ষে সাবেক সেনা সদস্য নুর আলম, মিজান হুজুর, আব্দুর রহিম, আসাদুল, আসিফ, সজিব, রাসেলসহ প্রায় ১৫ জন হিজবুত তাওহীদের আকিদাগত বিষয় কথা বলার জন্য হেজবুত তাওহিদ নেতা আ: কুদ্দুসের বাড়িতে গেলে হিজবুত তাওহীদের উশৃংখল কর্মীরা স্থানীয়দের উপর আক্রমণ করে এতে করে প্রায় ১৫ জন আহত হয়। আহতদের সকলের বাড়ি পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড নাগদাহ ছিদাম গ্রামে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়, এলাকাবাসী আব্দুল কুদ্দুসের বাড়ির দিকে আসলে হিজবুত তাওহীদের নেতাকর্মীরা জনতাকে উদ্দেশ্যে করে আগ্নেয়াস্ত্র পিস্তল ও দেশীয় অস্ত্র রামদা,ক্রীচ, চাপাটি, চাইনিজ কুড়াল লাঠিসোটা প্রদর্শন করেন। এবং স্থানীয়দের উদ্দেশ্যে ইট পাটকেল ছুড়তে থাকেন। সে সময় এলাকাবাসীর সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পীরগাছা থানা পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

দুপুর আনুমানিক ১টার দিকে সংঘবদ্ধ অবস্থায় হেজবুত তাওহীদের লোকজন প্রশাসনের উপস্থিতিতে স্থানীয়দের দিকে ঢিল ছুড়লে, পুনরায় উত্তেজনা বাড়তে থাকে এরই একপর্যায়ে নিষিদ্ধ সংগঠনের নেতা, আব্দুল কুদ্দুস (৩৬) মুসলিম উদ্দিন (৪২) তছলিম উদ্দিন (৫০) জিল্লাল আহমেদ (৫৮) ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উভয় পিতা: মৃত্যু জালাল উদ্দীন গ্রাম: নাগদাহ ছিদাম বাজার এর বাড়িতে আগুন উত্তেজিত জনতা। এতে করে দুটি বাড়ির ৫ টি টিনের ঘর পুরে যায়। তবে এলাকাবাসীর দাবি নিষিদ্ধ সংগঠন হেজবুত তাওহীদের লোকজন নিজেরাই তাদের আস্থানা পুড়িয়ে দিয়ে এলাকার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। গত ৫ আগষ্টের পর থেকেই স্থানীয় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লাল নিষিদ্ধ সংগঠন হেজবুত তাওহীদের লোকজনদের নিয়ে দফায় দফায় মিটিং করে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে বিদ্বেষ ছড়াবার চেষ্টা করছে। আজকে এলাকাবাসী তাকে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড না করার অনুরোধ করতে গেলেই ওৎপেতে থাকা সন্ত্রাসীরা প্রথম নিরস্ত্র এলাকাবাসীর উপর আক্রমণ করে।

স্থানীয়রা আরও বলেন, আগামী ২৫/০২/২৫ইং তারিখে ছিদাম বাজারে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের মাহফিল করার লক্ষে গত ২৩/০২/২০২৫ইং রাত থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হিজবুত তাওহীদের লোকজন আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় আশা শুরু করে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন বলেন, মঙ্গলবার হিজবুত তাওহীদের একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সেই সমাবেশ ঘিরেই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষের পর পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সহকারী পুলিশ সুপার আশিফা আক্তার আদুরী বলেন, নিষিদ্ধ সংগঠন হেজবুত তাওহীদের ৩০/৩৫ জন একটি গোপন মিটিংয়ে চেষ্টা করে, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসে তাদেরকে দেশীয় অস্ত্রসহ দেখি। এবং জানতে পারি তারা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এখানে এসে একত্রিত হবার চেষ্টা করছে। পরে স্থানীয় উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে তারা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে এমতাবস্থায় আমরা ৭জনকে গ্রেফতার করি। বাকিদের ধরার জন্য পুলিশ কাজ করছে, অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।