ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি-সংবাদ
  8. খেলা-ধুলা
  9. জাতীয়
  10. জীবনযাত্রা
  11. তথ্য ও প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি
  14. ধর্ম
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুর বিভাগে ২৪ ঘন্টায় ১৫ আ.লীগ ও অঙ্গ সংগঠনের  নেতা গ্রেফতার

admin
জানুয়ারি ২৭, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মো: সাকিব চৌধুরী ( রংপুর প্রতিনিধি)ঃ রংপুর বিভাগে ২৪ ঘন্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর হামলাসহ নাশকতাকারী ও পরিকল্পনাকারী ১৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সকলেই আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত।

গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের সাপাটকি ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোখলেছুর রহমান, সিঙ্গাদার ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এরশাদুল হক ওরফে এশাদ মেম্বার ও স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক  রাজু মিয়া, সাতপাটকি ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক কাজলমিয়া, আওয়ামীলীগ নেতা সদস্য ওয়াসিম উদ্দিন বসুনিয়া ওরফে ওয়াসিম মেম্বার, সদস্য হামদ আলী, নওশাবাদ ওয়ার্ডের সক্রিয় সদস্য জাকির হোসেন, বড়বাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য আহসানুল হক বাবলু, নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাফিজুর রহমান হাপু, দিনাজপুরের কোতয়ালীর ফাজিলপুর ইউনিয়নের ছাত্রলীগ

সভাপতি সোহাগ হোসেন, বীরগঞ্জ পৌরসভার ছাত্রলীগ সদস্য সোহেল, ঠাকুরগাঁও আওয়ামীলীগ সদস্য আব্দুস ছাত্তার, সদস্য দুলাল, গাইবান্ধায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফরহাদ সরকার পুলক, লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাসওয়ার্ড সদস্য জাকির হোসেন, ছাত্রলীগ সাপাটকি ওয়ার্ড আহবায়ক সাদ্দাম সরকার শুভ, দিনাজপুর ফাজিলপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহাগ হোসেন।

তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর হামলাসহ নাশকতার ঘটনায় মামলা রয়েছে।

গত রবিবার ( ২৬ জানুয়ারী) সকাল ৬ টা থেকে সোমবার (২৭ জানুয়ারী) সকাল ৬ টা  পর্যন্ত সময়ে বিভাগের লালমনিরহাট থেকে ৯ এবং গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাঁকুরগাও, দিনাজপুর থেকে ১ জন করে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশের রংপুর রেঞ্জ।

বিষয়টি নিশ্চিত করেছেন, পুলিশের রংপুর  রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। তিনি  জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং নাশকতার যেসব মামলা হয়েছে। এসব মামলায় ১৫জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে আমাদের সাঁড়াশি অভিযান চলছে। অপরাধ দমন এবং অভিযুক্ত আসামীদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।